
গাজীপুরে সাবেক মেয়র মো. জাহাঙ্গির আলমের ঘনিষ্ঠ সহযোগী ও ক্যাশিয়ার আজিম সরকার ওরফে আজিম সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আজিম সিকদার মির্জাপুর ইউনিয়নের মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ হোসেনের ছোট ভাই। এলাকায় তিনি সাবেক মেয়র জাহাঙ্গির আলমের হয়ে বিভিন্ন আর্থিক লেনদেনের কাজ করতেন।
পুলিশ জানায়, আজিম সিকদারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দুটি মামলা রয়েছে। উভয় মামলাতেই তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়া, স্থানীয় একটি গার্মেন্টসে শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে জয়দেবপুর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, “দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজিম সিকদারকে গ্রেফতার করা হয়। গার্মেন্টস শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থ দেওয়ার মামলায় তাকে মঙ্গলবার ভোরে গ্রেফতার দেখানো হয়েছে এবং দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর