
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির তৃতীয় বর্ষপূর্তি উদযাপন ও সমিতির নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ ১৩ মেকলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যাপক ড. কাকলি মুখোপাধ্যায়। তিনি বলেন, "শিক্ষার্থীদের মধ্যে সংবাদ চর্চা ও তথ্যভিত্তিক সাংবাদিকতার চেতনা গড়ে তোলা অত্যন্ত সময়োপযোগী। এমন উদ্যোগ শিক্ষাঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে।"
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মো. মাহমুদুল রহমান। তিনি বলেন, "তরুণ সাংবাদিকদের মধ্যে সত্য অনুসন্ধান, নিরপেক্ষতা ও দায়িত্ববোধ জাগ্রত করা আমাদের সবার দায়িত্ব। সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি সে দায়িত্ব পালন করছে।"
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, "বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদকর্মীদের অধিকার নিশ্চিত করতে হলে শিক্ষার্থী পর্যায় থেকেই জ্ঞান ও সচেতনতা সৃষ্টি করতে হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক। তিনি বলেন, "শিক্ষার্থীদের এ ধরনের সংগঠন সাংবাদিকতা পেশার প্রতি আগ্রহ বাড়ায় এবং ভবিষ্যতের গণমাধ্যম নেতৃবৃন্দ তৈরিতে সহায়তা করে।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের সম্মানিত শিক্ষক ফরিদা ইয়াসমিন, অধ্যাপক মনিরুল ইসলাম মনি ও আব্দুর রাজ্জাক। সকলেই শিক্ষার্থীদের মধ্যে গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সংবাদ চর্চার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি ইয়াসিন মোল্লা এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আকাশ চৌধুরী।
আলোচনা পর্ব শেষে অতিথিবৃন্দ সমিতির নতুন অফিস কক্ষের উদ্বোধন করেন এবং কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন সম্পন্ন হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর