
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আল আমিন রাড়ী (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আলম। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আল আমিন উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের চর মাইজারী গ্রামের আবেদ আলী রাড়ীর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে আল আমিন তার ভাইয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে আলাওলপুর এলাকার অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে পরিচিত হন। এরপর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের আশ্বাস দিয়ে তিনি একাধিকবার ওই শিক্ষার্থীর বাসায় গিয়ে তাকে ধর্ষণ করেন।
গত ২৫ মার্চ রাতে ওই শিক্ষার্থী পড়াশোনা করছিলেন। তখন আল আমিন তার ঘরে ঢুকে বিয়ের কথা বলে জোরাজুরি শুরু করেন। এ সময় শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করেন। পরে স্থানীয়ভাবে সালিশ বসে এবং এক সপ্তাহের মধ্যে বিয়ের সিদ্ধান্ত হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যেও বিয়ের কোনো উদ্যোগ না নেওয়ায় আল আমিন ও তার পরিবার ভুক্তভোগীর পরিবারকে হুমকি দিতে থাকেন।
পরিস্থিতির প্রেক্ষিতে ভুক্তভোগী কিশোরী গত বুধবার গোসাইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
গোসাইরহাট থানার ওসি জানান, গ্রেপ্তার আল আমিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীকে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরমান/সাএ
সর্বশেষ খবর