
কুমিল্লায় প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকান থেকে চুরি করা স্বর্ণ কুমিল্লার ইপিজেটের স্বর্ণের দোকানে চোরাই স্বর্ণ বিক্রি করতে গিয়ে এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
ওই দম্পতি স্বামী- মো. করিম প্রকাশ আবু তাহের(৩০) ও তার স্ত্রী শারমিন আক্তারকে (২৫) রোববার (১৮ মে) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে দেবীদ্বার থানা পুলিশ।
আটক মো. করিম প্রকাশ আবু তাহের(৩০) কুমিল্লা কোতয়ালী থানার শুভপুর গ্রামের মৃত আব্দুল্লাহর পুত্র এবং শারমিন আক্তার(২৫) মো. করিম প্রকাশ আবু তাহের’র স্ত্রী।
গত শুক্রবার (১৬ মে) দুপুরে জুম্মার নামাজের সময়, দেবিদ্বার নিউমার্কেট কলেজ রোডের ‘বারেক প্লাজা’র পূর্ব গলির ‘খাদিজা শিল্পালয়’র মালিক মো. জাকির হোসেন জুম্মার নামাজ শেষে দোকান খুলতে গিয়ে দেখেন তার দোকানের তালা নেই, ভেতরে ঢুকে দেখেন সুকেসের ভেতর থেকে প্রায় ৪০ ভরি স্বর্ণের গহনা নেই। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখেন কি ভাবে সুটকেস ভেঙ্গে তার স্বর্ণালংকারগুলো চুরি করে ব্যাগে পুড়িয়ে নিয়ে যায়, তবে চোর ছিল অপরিচিত। সংঘবদ্ধ এ চোর চক্রের সদস্য ৫/৬ জন ছিল বলে জানা যায়।
ওই দিন সন্ধ্যায় কুমিল্লা সদরের ইপিজেটে একটি স্বর্ণের দোকানে কিছু গহনা বিক্রি করতে গেলে দোকান মালিক সাজ্জাদ হোসেনের সন্দেহ হয়। ওইদিন দেবীদ্বারে স্বর্ণের দোকান চুরির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পান। স্বর্ণের গহনায় ‘খাদিজা শিল্পালয়’ এর সংক্ষিপ্ত নাম ‘কেএস’ লিখা ছিল। ‘খাদিজা শিল্পালয়’র মালিক মো. জাকির হোসেন ওই দোকানি সাজ্জাদ হোসেনের সম্পর্কে আপন ভায়রা ভাই। ইপিজেট থেকে সাজ্জাদ ফোনে জাকিরকে বিষয়টি গানালে তাৎক্ষণিক পুলিশ নিয়ে ওইদিন রাতেই প্রায় দেড় ভরি স্বর্ণালংকারসহ দম্পতিকে আটক করে থানায় নিয়ে আসেন।
চোরাই স্বর্ণের সাথে আটক দম্পতি করিম ও শারমিন জানায়, মুরাদনগর উপজেলার আবুল কাসেম(৩৫) নামে পরিচিত এক ব্যক্তি তাদের এ র্স্ণালংকারগুলো বিক্রি করে দিতে বলে, তাই তারা বিক্রি করতে এসে ধরা পড়েন।
স্বর্ণ চোরাচালানি চক্রের অন্যতম মুরাদনগর উপজেলার আবুল কাসেমের সাথে করিমের পরিচয় হয় অনলাইন ক্যাসিনিও এবং জুয়া খেলা থেকে। করিম কাসেমকে অনলাইনে জুয়া/ ক্যাসিনিও খেলায় সদস্য বানিয়ে জুয়া খেলায় যুক্ত করেন।
‘খাদিজা শিল্পালয়’র স্বত্বাধিকারী মোঃ জাকির হোসেন জানান, শুক্রবার দুপুরে জুম্মার নামাজ পরার জন্য দোকান তালা দিয়ে বের হয়েছি। নামাজ থেকে ফিরে দোকান খুলতে গিয়ে দেখি চোরচক্র দোকানের তালা কেটে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। সন্ধ্যায় ইপিজেট থেকে কোতয়ালী থানার শুভপুর গ্রামের আমার এক নিকট আত্মীয় সাজ্জাদ জানায়, তাদের প্রতিবেশী এক দম্পতি চোরাই স্বর্ণলঙ্কারের কিছু স্বর্ণ বিক্রি করতে গেলে তিনি তাদের আটক করে রাখেন। পরে পুলিশ নিয়ে তাদের ধরিয়ে আনি।
এ বিষয় দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, চোরাই স্বর্ণ বিক্রি করতে যাওয়া আটক দম্পতিকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চোর চক্রকে ধরার চেষ্টা করেছি। আজ তাদের কোর্টে চালান করেছি। তাদের রিমান্ডে এনে চোরচক্রকে ধরার চেষ্টা করব।
আরমান/সাএ
সর্বশেষ খবর