
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেছেন, বাংলাদেশে একটি পাকিস্তানি বা গুজরাটি চক্র জন্ম নিয়েছে। যারা বলছে সাম্য সোহরাওয়ার্দী উদ্যানে মাদক সেবন করতে গিয়েছিল। তারা এটি নিয়ে হাসি-ঠাট্টা করছে। সাম্য যত অপরাধীই হোক না কেন, যেভাবেই নিহত হোক না তার অবশ্যই তদন্ত হতে হবে। কিন্তু এই চক্র বলছে সাম্য কেন ওখানে গিয়েছে? যারা বাংলাদেশকে ওউন এবং ভালোবাসে না তারাই এগুলো বলছে।
রোববার (১৮ মে) বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সাম্য হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, এছাড়া ওই চক্র বলছে ছাত্রদলের মেয়েরা দৌলতদিয়া ঘাটের যৌনপল্লির পতিতা। প্রশাসনকে এগুলো আইডেন্টিফাই করতে হবে। যারা বাংলাদেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে তারা হুটহাট কাউকে ব্লেইম করতে পারে না। সাম্য জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ছিল, তাকে সোহরাওয়ার্দী উদ্যানে হত্যা করেছে একটি দুর্বৃত্ত চক্র। এখনো তার হত্যাকারীদের বিচার করা হয়নি। আমরা ইন্টেরিম গভর্নমেন্টের কাছে দ্রুত বিচারের দাবি জানাই।
সমাবেশে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম-আহবায়ক আবু দাউদ, আহসান হাবিব, আনারুল ইসলাম, মনিরুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, রাকিব হোসেন সাক্ষর, উল্লাস হোসেন, রুকনুজ্জামান, রিফাত, আলীনুর রহমান অন্য নেতাকর্মীরা।
আরমান/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর