
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে বিচারে আশানুরূপ অগ্রগতি না পাওয়াতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে ফের শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় দেড় ঘণ্টা অবস্থান শেষে ফের ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা।
রোববার (১৮ মে) বেলা ১২টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শাহবাগ থানার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাই কবরে , খুনি কেন বাহির। আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই। শেইম শেইম, শাহবাগ থানা’ এমন স্লোগান থাকেন শিক্ষার্থীরা।
এর এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে একটি প্রতিনিধি দল পুলিশের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম বলেন, ‘আলোচনা করার মনে হচ্ছে সঠিকভাবে এগোচ্ছে। আমরা উনাদের কাজের ব্যাপারে প্রশ্ন তুলেছি। উনারা বলেছেন, সবগুলো বিষয়ে তারা দেখবেন। ইতোমধ্যে আসামিদের সংখ্যাও বেড়েছে, তাছাড়া পুলিশের হেফাজতে থাকা আসামিদের যে ছয়দিন রিমান্ড রয়েছে, আশা করা যায় সেখান থেকে অনেক তথ্যই বের হয়ে আসবে। তাছাড়া আজ বিকেলে উপাচার্য-শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক-প্রক্টরিয়াল টিম এবং শিক্ষার্থীদের নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেন অতিদ্রুত সাম্য হত্যার বিচার নিশ্চিত করা হয়। একই সঙ্গে ওই গ্যাংয়ের বাকি সদস্যদের দ্রুতই গ্রেফতারে পদক্ষেপ গ্রহণ করা হয়।
হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিতের দাবি জানিয়ে সাম্যের বড় ভাই শহিদুল আলম সৈকত বলেন, ‘আমরা অতিদ্রুত সাম্য হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই। একই সঙ্গে কোন নিরপরাধ ব্যক্তি এই হত্যাকাণ্ডে জড়িয়ে না যায় এবং কোনোভাবে এই বিচারিক কার্যক্রম রাজনৈতিক চাপের কারণে অন্যখাতে মোড় না দেওয়া হয়।’
তাদের বক্তব্যের পর পরে বেলা পৌনে দুইটার দিকে শিক্ষার্থীরা শাহবাগ থানা থেকে ক্যাম্পাসের উদ্দেশ্য চলে যান এবং তাদের পক্ষ থেকে জানানো হয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পরবর্তী কর্মসূচি কি হবে তা জানাবেন তারা।
এর আগে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থী একে একে জড়ো হন। এতে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর অংশ নেয়।
আরমান/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর