
রাজধানীর গুলিস্তান এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা করার সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (১৮ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, "রাজধানীর গুলিস্তানে হঠাৎ করে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করে।"
ডিসি আরও বলেন, "আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কার্যক্রমে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"
তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।
এদিকে, হঠাৎ করে এই ঝটিকা মিছিলের চেষ্টায় স্থানীয় এলাকাবাসীর মাঝে অস্থিরতা তৈরি হয়। তবে ডিবি পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সর্বশেষ খবর