
কুষ্টিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতাসহ মোট তিনজনকে ঢাকা থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রবিবার (১৮ মার্চ) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার দিবাগত রাতে ঢাকা থেকে তাদের আটক করে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে আসা হয়। এরপর বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ্য ওমর ফারুক (৪৭), যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু (৫৫) ও পৌর যুবলীগে সাবেক আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন (৪৬)। কুষ্টিয়া আদালতের পরিদর্শক জহুরুল ইসলাম বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে তিনজনকেই কারাগারে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া মডেল থানা সূত্র জানায়, গোপন সংবাদ ও প্রযুক্তি ব্যবহার করে শনিবার রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ওমর ফারুক, রেজাউল ও আশরাফুজ্জামানকে আটক করা হয়। এরপর রাতেই তাদের কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর গত বছরের ১৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার এজাহারনামীয় আসামি মীর রেজাউল ইসলাম। তাকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে নেওয়া হয়। এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খাইরুজ্জামান জানান, রেজাউল ইসলামকে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।পরবর্তীতে শুনানি হবে।
অপরদিকে চলতি বছরের ১৮ এপ্রিল কুষ্টিয়া মডেল থানায় নাশকতার অভিযোগে বিস্ফোরকদ্রব্য আইনে বিএনপি কর্মী ইমন আলী পরিচয়ে এক ব্যক্তি মামলা দায়ের করেন। ওই মামলায় ওমর ফারুক ও আশরাফুজ্জামানকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়। তাদেরকে আদালতে নেওয়া হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর