
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে নাটকীয় এক টাইব্রেকারে হেরে গেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলায় ১-১ সমতায় থাকার পর টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় ভারত। ফলে শিরোপা ঘরে তোলে টুর্নামেন্টজুড়ে আধিপত্য দেখানো দলটি।
টাইব্রেকারে উত্তেজনার পরতে পরতে নাটকীয়তা
টাইব্রেকারে প্রথম শট নেয় বাংলাদেশ। সফল শট নিয়ে দলকে লিড এনে দেন মিঠুর চৌধুরি। ভারতের প্রথম শটও ছিল সফল। দ্বিতীয় শটে মুর্শেদ আলী গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ভারতের দ্বিতীয় শট দুর্দান্তভাবে রক্ষা করেন বাংলাদেশের গোলরক্ষক মাহিন হোসেন, যিনি ম্যাচের প্রথম মিনিটেই গোল হজম করেছিলেন।
তৃতীয় শটে জয় আহমেদের গোল করে স্কোরলাইন দাঁড়ায় ৩-১। তখন শিরোপা বাংলাদেশের দোরগোড়ায়, কিন্তু এরপরই শুরু হয় নাটকীয় মোড়।
ভারতের তৃতীয় শট সফল হলে ব্যবধান দাঁড়ায় ৩-২। চতুর্থ শটে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল পোস্টের ওপর দিয়ে শট নেন। এরপর ভারতের চতুর্থ শটে সমতা ফেরে ৩-৩।
শেষ শটে শাহীন আহমেদের শট ফিরিয়ে দেন ভারতের গোলরক্ষক। ফলে ভারতের সামনে চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ। পঞ্চম শটে গোল করতেই ভারত উল্লাসে মাতে, আর হতাশায় ডুবে যায় বাংলাদেশের শিবির।
ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো
ম্যাচের প্রথম মিনিটেই ভারত এগিয়ে যায়। বাংলাদেশের গোলরক্ষক মাহিন হোসেন একটু বেশি সামনে উঠে আসায় ভারতের ফরোয়ার্ড তার মাথার ওপর দিয়ে শট নিয়ে গোল করেন। ম্যাচের শুরুতেই গোল হজম করে চাপে পড়ে বাংলাদেশ।
এরপর ভারতের টানা আক্রমণ সামলে ধীরে ধীরে খেলায় ফিরতে শুরু করে বাংলাদেশ। ৪২ মিনিটে কর্নার থেকে একটি গোল করলেও রেফারি আগেই ফাউলের বাঁশি বাজান। টিভি রিপ্লেতে ফাউলের কোনো স্পষ্ট চিত্র দেখা যায়নি, যা নিয়ে মাঠেই প্রশ্ন তোলেন বাংলাদেশের খেলোয়াড়রা।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৬২ মিনিটে কর্নার থেকে সৃষ্ট জটলায় বল পেয়ে শট নেন জয় আহমেদ। ভারতের ডিফেন্ডারের গায়ে লেগে বল জালে প্রবেশ করে। এই গোলেই সমতায় ফেরে বাংলাদেশ। উল্লেখযোগ্যভাবে, পুরো টুর্নামেন্টে এটিই ছিল ভারতের বিপক্ষে প্রথম গোল।
শেষদিকে উভয় দলই গোলের সুযোগ তৈরি করে। ইনজুরি টাইমে ভারতের এক আক্রমণে গোলরক্ষক মাহিন পোস্ট ছেড়ে বেরিয়ে আসলে খালি পোস্টে শট নেয় ভারত। তবে জোরালো না হওয়ায় বাংলাদেশের এক ডিফেন্ডার গোললাইন থেকে বল সেভ করতে সক্ষম হন। এরপরই নির্ধারিত সময়ের খেলা শেষ হয়।
সর্বশেষ খবর