
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদলের সাহসী নেতা শাহরিয়ার আলম সাম্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় সারাদেশের মতো উত্তাল হয়ে উঠেছে ভোলা। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার রাতে মশাল মিছিল করেছে ভোলা জেলা ছাত্রদল।
রাত ৮টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বাংলাস্কুল মোড়, সদর রোড, মহাজনপট্টি ঘুরে কালিনাথ রায়ের বাজার এলাকায় শহীদ নুরে আলম চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা সাম্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “এটি শুধু একজন ছাত্রনেতার মৃত্যু নয়, বরং দেশের গণতন্ত্রকামী তরুণ সমাজের কণ্ঠরোধের অপচেষ্টা।” তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, “সাম্য ছিলেন গণতন্ত্রের পথযাত্রী। তাঁর রক্ত যেন বিফলে না যায়।” তারা এ সময় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর