
চুয়াডাঙ্গায় চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা তৌহিদুজ্জামান তৌহিদকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় শহরের সিনেমা হল পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তিনিসহ চার জনের নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার তৌহিদুজ্জামান তৌহিদ (২৭) গুলশানপাড়ার আবু জাফর মন্টুর ছেলে। তিনি জেলা ছাত্রদলের ৩৭ নং সহ-সভাপতি।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৩ মে রাতে সিনেমা হল পাড়ার আব্দুর রাজ্জাক জোয়ার্দ্দারের স্কুলপড়ুয়া ছেলে আব্দুর রাহিম জোয়ার্দ্দারকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে যায় নাহিদ নামে এক যুবক। তাকে শহরের চাঁদমারি মাঠে নেয়ার পর কাছে থাকা মোবাইলটি কেড়ে নেয়। রাহিমকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে এবং চর-থাপ্পর, কিল-ঘুষি মেরে জখম করে ছাত্রদল নেতা তৌহিদ, তৌফিক, সুমন ও নাহিদ। একপর্যায়ে তারা রাহিমকে একটি তরুণীর আত্মহত্যা ঘটনার সাথে জড়িয়ে এডিট করা ছবি দেখিয়ে ফাঁসিয়ে দেয়ার হুমকি দেয়। এসময় তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে অভিযুক্তরা।
চাঁদার দাবিতে গত ৮ মে রাহিম জোয়ার্দ্দারের বাড়িতে গিয়ে আরও ৫ লাখ টাকা দাবি করে তৌহিদসহ চারজন। সেদিন দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ১৫ হাজার টাকা কেড়ে নেয় এবং চার লাখ টাকার একটি চেক সই করিয়ে নেয়। একইসাথে একটি স্ট্যাম্পেও সই করিয়ে এ ঘটনা কাউকে জানালে খুন জখমের হুমকি দিয়ে যায় তারা। এরপর একাধিকবার ওই পরিবারকে হুমকি দিয়ে আসছিল অভিযুক্ত চারজন।
মঙ্গলবার (২০ মে) আবারও টাকার দাবিতে সিনেমা হল পাড়ার রাহিম জোয়ার্দ্দারের বাড়িতে গেলে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা। সেখান থেকে ছাত্রদল নেতা তৌহিদকে গ্রেফতার করে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, চারজনের নামে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন সিনেমা হল পাড়ার আব্দুর রাজ্জাক জোয়ার্দ্দার। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।
এদিকে এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান বলেন, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
আরমান/সাএ
সর্বশেষ খবর