
গাজীপুর মহানগরীর পূবাইলে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে কাভার্ডভ্যানের এর চাপায় ইজিবাইক চালক মো. বায়জিদ (১৮) এর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ মে) দুপুরে পূবাইল থানাধীন ৪০নং ওয়ার্ডের ঢাকা বাইপাস রোডের মেঘডুবী খোরাইদ এলাকায় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বায়জিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মোলামকাছর গ্রামের নাজিমউদ্দীন এর ছেলে। বর্তমানে ৪০নং ওয়ার্ডের কুদাব এলাকার হায়দার ওরফে পেরার বাড়ির ভাড়াটিয়া।
জানা যায়, দুপুর ২টার দিকে কাভার্ডভ্যানটি খোরাইদ রাস্তা থেকে বাইপাস রোডে উঠার সময় হঠাৎ কাভার্ডভ্যানটি উলটে ইজিবাইক উপরে পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
বায়জিদ মিরের বাজার থেকে ইজিবাইকে পান নিয়ে খোরাইদ যাওয়ার উদ্দেশ্যে বের হয়। খোরাইদ যাওয়ার পথে মেঘডুবি স্কুলের উত্তর পাশের এলাকায় পৌঁছালে কাভারব্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এতে ঘটনাস্থলে চালকের (বায়জিদের) মৃত্যু হয়।
পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর