
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি হয়েও ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পাওয়া মিজানুর রহমানকে অবশেষে ওই পদ থেকে সরিয়ে নেয়া হয়েছে।
বিডি২৪লাইভে ২০ মে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের পর এই সিদ্ধান্ত নেয়া হয়। পুলিশের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে, সংবাদ প্রকাশের পর বিষয়টি পুলিশ সদর দফতর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আসে। পরে তাৎক্ষণিকভাবে তদন্তের নির্দেশ দেয়া হয় এবং দায়িত্বে থাকা পুলিশের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখেন।
ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানা যায়, ওসি মিজানুর রহমানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ২২ মে ২০২৫ তারিখে জারি করা এই আদেশে অবিলম্বে সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগে মিজানুর রহমান ভালুকা মডেল থানায় পুলিশ পরিদর্শক (অপারেশন) পদে কর্মরত ছিলেন। চলতি মাসের ১৯ তারিখে তিনি কোতোয়ালী মডেল থানায় ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তবে বিডি২৪লাইভে প্রকাশিত রিপোর্টে উঠে আসে, নোয়াখালীর সেনবাগ থানায় দায়েরকৃত একটি মামলায় তিনি ১নং আসামি। মামলার তদন্ত কর্মকর্তা এবং বর্তমান ওসি দু’জনই বিষয়টি নিশ্চিত করেন। মামলার কোনো পর্যায়ে তিনি এখনো জামিনও নেননি বলে জানা গেছে।
প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্ট মহল। অনেকেই বলছেন, একজন এজাহারভুক্ত আসামিকে থানার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেয়া প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী এবং তা জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সর্বশেষ খবর