
জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৭টি অবৈধ ড্রেজার মেশিন ও ২টি বলগেট ধ্বংস এবং ৭ জনের জেল জরিমানা করেছে।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার মালিকসহ ৫ জনকে একমাসের ও ২ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে লে. শাহারিয়া তালুকদার রিফাত ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) লিজা রিছিলের নেতৃত্বে উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নের বিভিন্ন স্থানে স্থানীয় বিএনপি নেতা আব্দুর রশীদ ও সাইফুল মাস্টারের মালিকানায় অবৈধভাবে যমুনা নদীর বালু ও মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালালে ওই চক্রের ড্রেজার মালিকরা পালিয়ে যায়। তবে তাদের অপর মালিক (অংশীদার) টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ভালোকুটিয়া গ্রামের শহর আলীর পুত্র রফিকুল ইসলামসহ ৭ জনকে আটক করা হয়।
পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল এর ভ্রাম্যমাণ আদালত তাদের ১০ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে রফিকুল ইসলামসহ ৫ জনকে এক মাসের ও ২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন- একই গ্রামের আব্দুল হাইয়ের পুত্র আব্দুল মালেক, জহিরুল ইসলামের পুত্র সানি সরকার, কোনদুনিয়া গ্রামের মোহাম্মদ আলী মণ্ডলের পুত্র সাইদ মণ্ডল, বগুড়ার ধুনট উপজেলার সোহরাবাড়ি গ্রামের বেলালের পুত্র নাজমুল ইসলাম, শহিদুল ইসলামের পুত্র লিমন সরকার ও জুয়েলের পুত্র সোহাগ মিয়া। এ সময় ৭টি অবৈধ ড্রেজার মেশিন ও ২টি বোলগেটসহ বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল বলেন, আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর