
খাগড়াছড়ির আলুটিলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান ও ইট বোঝাই ট্রলি (ট্রাক্টর) গাড়ির মধ্যে মুখোমুখি ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গাড়ির ৪জন আহত হয়েছেন।
শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আলুটিলা উঠতে ময়লার টিলা এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে কাভার্ড ভ্যানটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আহতরা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা হলেন, রমজান আলী (২৭), থৈয়াপ্রু মারমা (২০), রহিম (৩০), শাহিন (৩০)। এরা সকলে মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা। কাভার্ড ভ্যানটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিয়ন্ত্রণ ও আহতদের উদ্ধার করে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ মো. আব্দুল বাতেন মৃধা বলেন, 'কাভার্ড ভ্যান ও ট্রলি গাড়ির সংঘর্ষের ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দূর্ঘটনার কারণে সড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিলো। বর্তমানে সব কিছু স্বাভাবিক রয়েছে।'
আরমান/সাএ
সর্বশেষ খবর