
সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল পেশাদার তিন মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে।
শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ১২ টার সময় উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শিমুলতলা গ্রামে মাদক কারবারি শাহজাহানের বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান এলাকায় ইয়াবা সম্রাট নামে পরিচিত শাহজাহান।
আটক ব্যক্তিরা হলেন,উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বারহাল গ্রামের ফারুক মিয়া (৩৬),শিমুলতলা গ্রামের মো. রানা(২১) ও কামড়াবন্দ গ্রামের সারোয়ার মিয়া(১৯)।
আটকের সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলাম জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করছিল স্থানীয় এলাকাবাসীর অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শাহজাহানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে হাতে নাতে আটক করা গেলেও শাহজাহান কৌশলে পালিয়ে যায়।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় পলাতক শাহজাহানকে আসামি করে তাহিরপুর থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত আছে। কোনো ছাড় দেয়া হবে না।
আরমান/সাএ
সর্বশেষ খবর