
রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৪ মে) বিকালে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে সভাপতি হিসাবে উন্মুক্ত বাজেট পেশ করেন মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক।
মৌরাট ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরে ১ কোটি ৪৯ লক্ষ ১৮ হাজার, ১৮ টাকার বাজেট ঘোষণা করা হয়। এর মধ্যে নিজস্ব আয় ৪০ লক্ষ ১৮ হাজার ১৮ টাকা, উন্নয়ন আয় ১ কোটি ৯ লক্ষ টাকা, সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৮ লক্ষ ৬৮ হাজার ১৮ টাকা। উব্দৃত্ব ৫০ হাজার টাকা।
মৌরাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আজিজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মৌরাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মুন্সী, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম মহাজন, মৌরাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, ইউনিয়ন পরিষদের সদস্যগণ,স্থানীয় স্কুল শিক্ষকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরমান/সাএ
সর্বশেষ খবর