
ভোলার চরফ্যাশন উপজেলার চরপাতিলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তাবলিগ জামাতের সাথী এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী মো. নাহিয়ান (১৮) নামের একজনের মৃত্যু হয়েছে।
আজ রোববার (২৫ মে) উপজেলার দক্ষিণ আইচা থানার কুকরি মুকরি ইউনিয়নের চরপাতিলা ৭ নম্বর ওয়ার্ডের এই ঘটনা ঘটে।
নিহত মো. নাহিয়ান গৌরনদী উপজেলার নীলখলা টরকী নামক এলাকার বাসিন্দা মো. মাসুদ কাজীর ছেলে।
তাবলীগ জামাতের সাথী মো. আমজাদ জানান, নিহত মাসুদ এসএসসি পরীক্ষা শেষে ২২ মে ৪১ দিনের চিল্লায় বের হয়ে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর পাতিলা ইউনিয়নের কাশেম মেম্বার বাড়ির জামে মসজিদে আসেন। তাবলীগ জামাতে ২২ জন সাথী ছিলেন। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে তাবলীগ জামাতের সকল সাথীরা মিলে মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে যান। মাসুদের সাথে সকল সাথীরা গোসল করে মসজিদে ফিরে যান। মাসুদ গোসল করতে পুকুরে নামেন এসময় আরো একজন সাথী পুকুরের ঘাটলায় জামাকাপড় ধৌত করেন। ওই সাথী মাসুদকে পুকুরের মাঝখানে ডুবে যেতে দেখে অন্যান্য সাথীদেরকে খবর দেন। কয়েকজন সাথী মিলে পুকুরে নেমে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাবলীগ জামাতের একজন সাথী পুকুরে গোসল করতে নেমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন হাসপাতালের আরএমও ডা. মাকলুকুর রহমান।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল হক ভুইয়া জানান, পুলিশ খবর জানার আগেই মরদেহ নিহতের পরিবার নিয়ে গেছে।
আরমান/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর