গাইবান্ধার সুন্দরগঞ্জে গত বছরের একটি বন্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে কামরুল হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (২৬ মে) সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত রবিবার বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়নের নবনির্মিত হরিপুর-চিলমারী ব্রিজ এলাকা থেকে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করে।
আটককৃত কামরুল হাসান উপজেলার হরিপুর ডাঙ্গারচর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কামরুল হাসান গত বছরের ভয়াবহ বন্যার সময় বানভাসি মানুষের দুর্দশার একটি ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন। সম্প্রতি কোনো সতর্কতা বা ব্যাখ্যা ছাড়া তিনি সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করলে তা ভাইরাল হয়ে পড়ে। ভিডিও দেখে অনেকেই ধারণা করেন, এলাকায় নতুন করে বন্যা শুরু হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়।
বিষয়টি সেনাবাহিনীর নজরে এলে তারা দ্রুত পদক্ষেপ নেয় এবং ভিডিও পোস্টকারীকে শনাক্ত করে আটক করে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, “পুরাতন বন্যার ভিডিও ফেসবুকে প্রচার করে জনগণকে বিভ্রান্ত করায় একজন যুবককে সেনাবাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রশাসন জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর বা গুজবপূর্ণ কোনো তথ্য প্রচার করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাঁধন/সিইচা/সাএ