
নেত্রকোনার ৪ আসনের সাবেক সংসদ সদস্য এমপি সাজ্জাদুল হাসানসহ ৬৮ জন ও অজ্ঞাতনামা ১০০/২০০ জনের নাম উল্লেখ করে বিষ্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।
২৩ মে এ মামলাটি দায়ের করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চোখ হারানো চানগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক খোকন মিয়ার ছেলে মেহেদি হাসান মিন্টু ওরফে নবাব।
এ মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। রোববার নেত্রকোণা কোর্ট হাজতে তাকে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ১৮ জুলাই ২০২৪ ইং তারিখ বৃহস্পতিবার মদন বাজার ব্রিজে সংলগ্ন এলাকায় সরকারি কলেজ থেকে উপজেলার খাদ্য গুদামের দিকে ছাত্রজনতা মিছিল নিয়ে আসতে চাইলে নেত্রকোণা ৪ আসনের সাবেক এমপি সাজ্জাদুল হাসান তার মোবাইল ফোনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেন যে কোন মূল্যে ছাত্র আন্দোলন প্রতিহত করতে হবে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ও মেয়র সাইফুল ইসলাম সাইফ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সকল সংগঠনের নেতাকর্মীরা ছাত্রদলের উপর ককটেল নিক্ষেপ ও গুলি ছুড়ে, এমনিক দেশী অস্ত্র দিয়ে ছাত্রজনতার উপর হামলা চালায়।
এ সময় মেহেদি হাসান নবাবসহ ৫০/৬০ জন ছাত্র জনতা আহত হয়। এরই প্রেক্ষিতে মেহেদি হাসান নবাব সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করে ২৩ মে মদন থানায় বিষ্ফোরক আইনে এ মামলাটি দায়ের করে।
মামলার বিষয়টি নিশ্চিত করে মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান হাসান জানান, মদনে ছাত্র আন্দোলনে চোখ হারানো মেহেদি হাসান ওরফে নবাব বিষ্ফোরক আইনে এ মামলাটি দায়ের করেন। এ মামলায় রিয়াজ উদ্দিনে নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে নেত্রকোণা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর