
সচিবালয়ে আন্দোলনরত সরকারি কর্মচারীদের সাবধান করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ডে দেওয়া এক পোস্টে তিনি জানান, বাংলাদেশের জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছেন। সুতরাং, সাবধান!
হাসনাত ফেসবুকে লেখেন, ‘জনদুর্ভোগ ও ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত সচিবালয়ের ক্যু সম্পর্কে সচেতন থাকুন। পাঁচ অগাস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে, হাসিনাকে সমর্থন দিয়ে অফিস করা সচিবালয়ের কর্মকর্তারা তাদের ক্যু অব্যাহত রাখলে তাদের পরিণতি পতিত হাসিনার মতো হবে। বাংলাদেশের জনগণ সবকিছু পর্যবেক্ষন করছে। সুতরাং, সাবধান!’
প্রসঙ্গত, সরকারি চাকরি অধ্যাদেশ-২০২৫-এর চারটি ধারা বাতিলের দাবিতে সচিবালয়ে আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা।
রার/সা.এ
সর্বশেষ খবর