
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নির্মাণাধীন দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্রে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পরিদর্শনের খবর কাভারেজ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানকে প্রধান আসামি করে ৪৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) এখন টিভির শেরপুর জেলা প্রতিনিধি জাহিদুল হক সৌরভ বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। এতে সংশ্লিষ্ট নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। একইসাথে ৩১ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এদিকে, সাংবাদিকদের উপর হামলার ঘটনাস্থল উপজেলার সীমান্তবর্তী দাওধারা গারো পাহাড় পর্যটন এলাকা পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুবক্কর সিদ্দিক। তিনি এলাকাবাসীর সাথে কথা বলে ঘটনার খোঁজখবর নেন।
এসময় তার সাথে শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি আবুবক্কর সিদ্দিক বলেন, পুলিশ প্রশাসন সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখছে। যার প্রেক্ষিতে আমরা সরেজমিনে পরিদর্শন করতে এসেছি। এ বিষয়ে যা যা আইনগত পদক্ষেপ রয়েছে তাই গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সোমবার (২৬ মে) দুপুরে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উপস্থিতিতে স্থানীয় লোকজন দাওধারা নির্মাণাধীন পর্যটন কেন্দ্রটির বন্ধ হওয়া কাজ চালু করে স্থাপনের দাবি জানিয়ে বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
এর একটু পর বিক্ষুব্ধ কতিপয় এলাকাবাসী উপদেষ্টার সফরের খবর কাভারেজ করতে যাওয়া গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হয়। এমনকি তাদেরকে হেনস্তা ও মারধর করে। এতে ৬ সাংবাদিক আহত হন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর