
শেরপুরের নালিতাবাড়ীতে কারেন্ট জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও জাল ধ্বংস
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০ অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলার পৌর শহরসহ বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জব্দকৃত বিপুল পরিমাণ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসাইন। এ সময় গণমাধ্যমকর্মী, ছাত্র প্রতিনিধি ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন, ‘মৎস্য সম্পদ রক্ষা ও জাতীয় স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর