তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।
গতকাল শনিবার (৩১ মে) জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৫ উপলক্ষ্যে তামাক বিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা ও বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার দিপক কুমার শীল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা, জেলা পর্যায়ের অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন এবং তামাক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার আহ্বান জানান।
সর্বশেষ খবর