
শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার সফরকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নাজমুল হক (৩৬) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাজমুল উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের মৃত ইব্রাহিম খলিলের ছেলে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে এই ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো।
গত সোমবার দাওধারা গারো পাহাড় এলাকায় বন বিভাগের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ প্রকাশের সময় কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর হামলা হয়। এতে ছয়জন সাংবাদিক আহত হন। এ ঘটনায় এখন টিভির শেরপুর প্রতিনিধি জাহিদুল খান সৌরভ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা করেন।
ওসি সোহেল রানা জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর