
"নিখোঁজের যন্ত্রণা আমরা এখনো ভুলিনি, বিচার চাই, জবাবদিহিতা চাই" এই স্লোগানে সুনামগঞ্জে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
আন্তর্জাতিক গুম সপ্তাহে সারা বিশ্বের সঙ্গে সংহতি জানিয়ে সুনামগঞ্জে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কালো ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নীরব প্রতীকী প্রতিবাদ জানান।
অধিকারের সুনামগঞ্জ জেলা ফোকাল পার্সন আমিনুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমদ, জেলা জিয়া পরিষদের সভাপতি মসিউর রহমান রাসেল, মাওলানা সাইফুল ইসলাম, সাংবাদিক সোলেমান কবির, এ কে কুদরত পাশা, মো. সুহেল আলম, এস এম মিজানুর রহমান, কর্ণ বাবু দাস, শাহ মোশাহিদ আলম ফয়সল প্রমুখ।
বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের নিরাপত্তা ও জীবনের নিশ্চয়তা থাকা আবশ্যক। গুম একটি ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন। এ থেকে দেশকে মুক্ত করতে হলে জনমত গড়ে তুলতে হবে। বাংলাদেশে গুম একটি বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। এভাবে কোনো রাষ্ট্র চলতে পারে না। যাদের গুম করা হয়েছে, তাদের সন্ধান দিতে হবে। পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে এবং গুমে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।
গুমের শিকার ব্যক্তিদের খোঁজ, ঘটনার স্বচ্ছ তদন্ত, বিচার নিশ্চিত করা, ভুক্তভোগী পরিবারগুলোর ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর