
নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাইদুর রহমান মিয়া নামের এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ জুন) বিকেলে উপজেলার জয়পুর ইউনিয়নের মধুমতি নদীর আস্তাইল এলাকায় বালুর চরে এই অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র জানান, জয়পুর ইউনিয়নের আস্তাইল এলাকায় মধুমতি নদীর বালুর চরের ইজারা আদালত কর্তৃক স্থগিত করা হয়েছে। আদালতের আদেশ অমান্য করে সেখানে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। ঘটনাস্থলে গিয়ে এর প্রমাণ পাওয়ায় ব্যবসায়ী সাইদুর রহমানকে এই জরিমানা করা হয়।
সাইদুর রহমান মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার গোয়াগাছিয়া গ্রামের সাদেক মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালতকে পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। এছাড়া সাইদুর রহমানকে দ্রুত ওই এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর