
কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া থেকে নুরুল আবছার (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২ জুন) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ধারালো ছোরা ও দুটি ব্ল্যাংক চেক উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, নুরুল আবছার ওরফে আবছারের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় হত্যা, ধর্ষণ, অস্ত্র ও ডাকাতিসহ ২৩টির বেশি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নুরুল আবছারকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়দের ভাষ্য, নুরুল আবছার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেত না। চাঁদাবাজি, জমি দখল, ও হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর