
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার কমিশনের ৬ষ্ঠ সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে চার কমিশনারের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
কমিশনার মো. সানাউল্লাহ জানান, আপিল বিভাগ জামায়াতের নিবন্ধন পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন। আদালতের আদেশ অনুযায়ী দ্রুতই জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, জামায়াতে ইসলামী তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফেরত চেয়ে আবেদন করেছিল, যা বিশদভাবে পর্যালোচনা করা হয়েছে।
তিনি আরও বলেন, ২০১৩ সালে বাতিলের আগে দলটির নিবন্ধনের সঙ্গে প্রতীক কী ছিল, তা বিবেচনায় নেওয়া হয়েছে। ২০০৮ সালের ৫ নভেম্বর নিবন্ধন দেওয়ার সময় জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা ছিল। এছাড়াও গণপ্রতিনিধিত্ব আদেশের চ (১) (খ) বিবেচনায় নেওয়া হয়েছে।
ইসি সানাউল্লাহ জানান, জামায়াতে ইসলামী তাদের আবেদনের সঙ্গে ২০০৬ সালের একটি রিট পিটিশন (৩৭৯৭/২০০৬)-এর রেফারেন্স জমা দিয়েছে। যেখানে দাঁড়িপাল্লা নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহারে আদালতের মান ক্ষুন্ন হবে না বলে রায় দেওয়া হয়েছে এবং এটি এখনো বহাল আছে।
সবকিছু বিবেচনা করে নির্বাচন কমিশন নীতিগতভাবে জামায়াতে ইসলামীকে তাদের প্রতীক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে দলীয় প্রতীক গেজেটভুক্ত করতে দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে।
এর আগে গত ২ জুন আপিল বিভাগ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন। তবে জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা বিষয়ে কোনো আদেশ দেননি দেশের সর্বোচ্চ আদালত। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত যেকোনো অমীমাংসিত সমস্যা এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় সাংবিধানিক আদেশ পূর্ণ প্রয়োগের মাধ্যমে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আদালত।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর