
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে। দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলেও ভাষণটি সম্প্রচার হওয়ার কথা রয়েছে।
সর্বশেষ তিনি ২৫ মার্চ স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন।
সরকারি সূত্রে জানা গেছে, এবারের ভাষণ মূলত ঈদুল আজহার শুভেচ্ছা কেন্দ্রিক হলেও দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, জুলাই গণহত্যার বিচার কার্যক্রম, কাঠামোগত সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা থাকতে পারে।
বিশ্বস্ত সূত্রে আরও জানা গেছে, আজকের ভাষণে ড. ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করতে পারেন। এর আগে দেওয়া ভাষণে তিনি নির্বাচন ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬ সালের মধ্যে অনুষ্ঠিত হবে বলে সময়সীমা উল্লেখ করেছিলেন। এবার তা আরও স্পষ্টভাবে নির্ধারণ করে মাস বা সম্ভাব্য সময় জানানো হতে পারে।
প্রধান উপদেষ্টার এ ভাষণের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার প্রেক্ষাপটে আগামী দিনের দিকনির্দেশনা স্পষ্ট হবে বলে আশা করছেন সাধারণ জনগণ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
সর্বশেষ খবর