শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের গভীরে একটি মৃত বন্যহাতি শাবকের সন্ধান পাওয়া গেছে। রবিবার (৮ জুন) উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা এলাকার গহীন জঙ্গলে শাবকটিকে দেখতে পাওয়া যায়।
বন বিভাগ জানায়, ঈদের আগের দিন শুক্রবার দাওধারা গারো পাহাড়ি এলাকায় বন্যহাতির অস্বাভাবিক ডাক-চিৎকার শুনতে পান স্থানীয়রা। তবে কারণ জানা যায়নি। ঈদের দিন শনিবার কেউ বনের ভেতরে প্রবেশ করেনি। রবিবার বন বিভাগের কর্মকর্তা ও ইলিফেন্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে বনের ভেতরে অনুসন্ধান চালান। একপর্যায়ে তারা সদ্য ভূমিষ্ট হওয়া একটি হাতি শাবকের মৃতদেহ খুঁজে পান।
মা হাতিসহ ২০-৩০টি বন্যহাতি শাবকটিকে ঘিরে রাখায় উদ্ধারকর্মীরা কাছে যেতে পারেননি। বন বিভাগ নিশ্চিত করেছে, শাবকটি মারা গেছে।
বন বিভাগের ওয়াইল্ড লাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রসবজনিত জটিলতায় শাবকটি মারা যেতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর