
রাজধানীর পঙ্গু হাসপাতালে চারদিন ধরে পঁচা-বাসি খাবার খাওয়ানোর অভিযোগ করেছেন জুলাই আন্দোলনে আহতরা। রোববার (৮ জুন) বিকেলে হাসপাতালের চতুর্থ তলার 'এ' নাম্বার ওয়ার্ডের গেইট তালা মেরে দেন তারা। এরপর থেকে কেউ আর সেই ওয়ার্ডে প্রবেশ কিংবা বের হতে পারছে না।
এ বিষয়ে আন্দোলনরত জুলাইয়ের আহতরা বলেন, দীর্ঘদিন ধরে ভালো চিকিৎসা সেবা পাচ্ছেন না তারা। পরিচালককে আসতে বললেও তিনি কোনো সাড়া দেননি। এর আগে রোজার মাসেও খাবারের মান ভালো ছিলো না। আহতদের দেখা শোনার দায়িত্ব কে নিয়েছে সে বিষয়েও সরকারকে পরিস্কার করার দাবি তোলেন আন্দোলনরতরা।
তবে বাসি খাবার দেয়ার অভিযোগ অস্বীকার করে হাসপাতালটির পরিচালক ডা. আবদুল কেনান বলেন, আহতদের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
রার/সা.এ
সর্বশেষ খবর