
ঈদুল আজহা শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে বরগুনায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে বরগুনা লঞ্চঘাট ও বাসস্ট্যান্ডে এই অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল্লাহ আবু জাহেরের নেতৃত্বে অভিযানে বরগুনা নৌ কন্টিনজেন্ট ও জেলা পুলিশ অংশ নেয়।
অভিযানকালে দেখা যায়, ঢাকাগামী লঞ্চগুলো বিআইডব্লিউটিএ-এর তালিকা অনুযায়ী ডেকে জনপ্রতি ৬০০ টাকা, সিঙ্গেল কেবিন ১৬০০ টাকা এবং ডাবল কেবিন ৩০০০ টাকা করে নিচ্ছে। তবে বাস কাউন্টারগুলোতে কিছু ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবদুল্লাহ আবু জাহের বলেন, লঞ্চের ভাড়া আদায় সঠিক নিয়মেই চলছে। বাসগুলোর ক্ষেত্রে বিআরটিএ নির্ধারিত তালিকা অনুযায়ী সায়েদাবাদগামী যাত্রীদের কাছ থেকে ৭৭৫ টাকা এবং গাবতলী-সাভারগামী যাত্রীদের কাছ থেকে ৯৫৫ টাকা করে ভাড়া নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট বাস কাউন্টারকে জরিমানা করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর