
তীব্র তাপপ্রবাহে বগুড়ার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা রাতেও স্বস্তি দিচ্ছে না।
গত কয়েক দিন ধরে জেলায় গরমের তীব্রতা বেড়েই চলেছে। দিনের বেলায় রাস্তাঘাট প্রায় ফাঁকা থাকছে। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। গরমের সঙ্গে যোগ হয়েছে অস্বস্তিকর আর্দ্রতা। ফলে ঘরে-বাইরে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে।
শহরের নার্সারী মোড় এলাকার বাসিন্দা সোহেল রানা জানান, সকালে অফিসে যাওয়ার সময় থেকেই ঘামতে শুরু করেন এবং রাস্তায় হাঁটতে কষ্ট হয়। রাতে ঘুমাতে গেলেও গরমের কারণে স্বস্তি পাওয়া যায় না।
তাপপ্রবাহের কারণে সর্দি-কাশি, ডায়রিয়া ও ডিহাইড্রেশনের মতো রোগ বাড়ছে। জেলা হাসপাতালগুলোতে গরমজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
বগুড়া আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। বর্ষার বৃষ্টিপাত শুরু না হওয়া পর্যন্ত গরম থেকে স্বস্তি পাওয়ার সম্ভাবনা কম।
চিকিৎসকেরা এ অবস্থায় সবাইকে প্রচুর পানি পান করা, সরাসরি রোদে কম বের হওয়া এবং হালকা খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর