
জামালপুরের সরিষাবাড়ীতে স্বপ্নীল পার্কের সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে ইমতিয়াজ আকুল মিয়া (২২) নামের এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকায় অবস্থিত স্বপ্নীল পার্কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আকুল মিয়া সাতপোয়া এলাকার সামছুল হকের ছেলে। তিনি সরিষাবাড়ী পৌরসভা ছাত্রদলের ১নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আকুল মিয়া তার জন্মদিন উপলক্ষে কয়েকজন বন্ধুর সঙ্গে স্বপ্নীল পার্কে ঘুরতে যান। সেখানে সুইমিং পুলে জলকেলির সময় বন্ধুদের অজান্তে পার্কের ওয়াচ-টাওয়ারে উঠে তিনি পানিতে ঝাঁপ দেন। এরপর দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে ওয়াচ-টাওয়ার সংলগ্ন পানিতে ডুবে থাকতে দেখেন তার বন্ধুরা। দ্রুত তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বপ্নীল পার্কের মালিক রুহুল আমিন সেলিম জানান, পার্কে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা রাখা হয়েছে। তবে, নিয়ম ভঙ্গ করে কেউ যদি নিজ উদ্যোগে ঝুঁকিপূর্ণ কাজ করে, তা দুঃখজনক। তিনি আরও জানান, নিহতের বড় ভাই তার পার্কে কর্মরত।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর