জামালপুরের সরিষাবাড়ীতে একটি সক্রিয় শর্টগান ও দুই রাউন্ড কার্তুজসহ আমিনুল ইসলাম (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
শনিবার (৩১ জানুয়ারি) ভোরে পৌরসভার বলারদিয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক আমিনুল সাতপোয়া দক্ষিণপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের পুত্র বলে জানাগেছে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন শাহরিয়ার নেতৃত্বে সেনাবাহিনী উপজেলার বলারদিয়ার এলাকায় অভিযান চালিয়ে আমিনুল ইসলামের শ্বশুরবাড়ি সংলগ্ন ধানক্ষেত থেকে একটি সটগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সরিষাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই চাঁন মিয়া জানান, অস্রসহ আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা প্রস্তুতি চলছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর