
শরীয়তপুরের গোসাইরহাটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো উপজেলার নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি এলাকার সেলিম ফরাজীর ছেলে আলিফ (৬) ও চরসামন্তসার এলাকার মো. রাসেল সরদারের ছেলে আব্দুর রহমান (৫)।
আজ মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি গ্রামে আলিফ এবং দুপুর ১২টার দিকে পৌর এলাকার ধীপুর গ্রামে আব্দুর রহমানের tragikara ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলিফ বাবা-মায়ের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ঈদ উপলক্ষে বেড়াতে এসেছিল। সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় সে। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে এবং পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
অন্যদিকে, আব্দুর রহমান চরসামন্তসার থেকে ধীপুরে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে বাড়ির উঠানে খেলার সময় সে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে একপর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান জানান, স্বজনরা শিশু দুটিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর