ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নে আজ বুধবার দুপুরে পুকুরে ডুবে ময়না নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ময়না নুরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইলিয়াছের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরে ময়নার চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে তার মা রাজিয়া বেগম রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ময়না খেলাধুলা করার সময় একটি বোতল নিয়ে বাড়ির পুকুরে যায়। বোতলটি পুকুরে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে সে পানিতে ডুবে যায়।
পরে পরিবারের লোকজন ময়নাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তার হাত ভাসতে দেখে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ইফতেখার জানান, যেহেতু কোনো অভিযোগ নেই, তাই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর