ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেশত্যাগের আগে ‘ভুল ইংরেজি’তে ক্ষুদে বার্তা দিয়ে যান আত্মীয়-স্বজনদের।
বুধবার (১১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এমন দাবি করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব জৈষ্ঠ্য সাংবাদিক মারুফ কামাল খান।
তিনি লিখেছেন, ‘ছলে-বলে-কলে-কৌশলে টানা সাড়ে ১৫ বছর রাষ্ট্রক্ষমতা করায়ত্ত রেখেছিলেন। তবে শেষ অব্দি ছাত্র-তরুণেরা এমন আন্দোলন গড়ে তোলে এবং তাতে সব শ্রেণির লোক শামিল হয়ে যায়। গুলি করে মানুষ মেরে এ আন্দোলন রোখার চেষ্টায় সেনারা সায় না দিয়ে বেঁকে বসে। হাসিনা বুঝে যান তার খেল খতম। তারপরেও কয়েক ঘণ্টা স্নায়ুর যুদ্ধ চালান এবং সেই ফাঁকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয়ের বন্দোবস্ত সেরে নেন।’
মারুফ কামাল লিখেছেন, ‘শেষ রক্ষা হচ্ছে না, এটা নিজে বুঝতে পারলেও হাসিনা তার দলের আর কাউকে তা বুঝতে দেননি। বিভিন্ন বাহিনীতে ও প্রশাসনে যারা তার লেঠেল হয়ে কাজ করেছে, বুঝতে দেননি তাদেরকেও। তিনি কেবল ভেবেছেন তার নিজের ও নিকট স্বজনদের নিরাপত্তার কথা। নিজে নিরাপদে পালাবার বন্দোবস্তের পাশাপাশি তিনি ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বংশের লোকদের দেশ ছেড়ে পালাতে বলেছেন। এই গ্রুপ মেসেজ ছাড়াও তিনি তাদের সকলকে আলাদা করেও বার্তা দিয়েছেন। একটি ভুল ইংরেজি বাক্যে সবাইকে দেশত্যাগের নির্দেশনা সম্বলিত ক্ষুদে বার্তা পাঠিয়েছেন। লিখেছেন: ‘নো ওয়ান স্টে হিয়ার।’
এই বাক্যটিকেই ‘ভুল ইংরেজি’ বলে আখ্যায়িত করেছেন খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব। সঠিক বাক্যটি হলো- ‘নোবডি ক্যান স্টে হেয়ার।’
মারুফ কামাল আরও লিখেছেন, ‘এই সংবাদ এই বার্তাই দিচ্ছে, স্বজন-পরিজন ছাড়া আর কারও প্রতি হাসিনার সামান্যতম মায়া ও কর্তব্যবোধও নেই। তবুও তিনি তাদের ওপর ভর করে হারানো স্বর্গ ফিরে পেতে চান, রাজনীতি করতে চান, দেশে ফিরতে চান, ভয়ঙ্কর সব অপরাধের দায় থেকে মুক্তি পেতে চান। এসব লক্ষ্য অর্জনে হাসিনা রোজই নেতাকর্মী ও অনুগতদের উস্কানি দিচ্ছেন, তাদেরকে প্ররোচিত করছেন ঝুঁকি নিতে। তাদের কয়জন সাড়া দেবে হাসিনার আগুন-খেলার ডাকে?’
প্রসঙ্গত, শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর গঠিত হয়েছে অন্তর্র্বতী সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত ৯ মাস ধরে অত্যন্ত দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রার/সা.এ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর