
জুলাই-আগস্ট মাসের আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের পাশে বিএনপি ও জিয়া পরিবার সবসময় থাকবে বলে নিশ্চয়তা দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বিএনপি জনগণের দল এবং দেশের মানুষই তাদের কাছে অগ্রাধিকার পায়। শত ষড়যন্ত্র ও বিপদেও বিএনপি দেশ ছেড়ে যায়নি। মানুষের পাশে থেকে দেশের কল্যাণে কাজ করবে তারা।
বৃহস্পতিবার দুপুরে মাওনা চৌরাস্তার আর এস ক্যাফে রেস্টুরেন্টে শ্রীপুরে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ও আহত ১২টি পরিবারের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা তুলে দেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।
লন্ডনে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, এই বৈঠকের মাধ্যমে গণতন্ত্র নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে, তা কেটে যাবে। এর মাধ্যমে ঘাতকের বিচার, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন এবং পাচারকৃত অর্থ ফেরত এনে দেশ পুনর্গঠনে ব্যয় করার পথ খুলবে। তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্রুত দেশে ফিরবেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডা. মাজাহারুল আলম।
শ্রীপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান এসএম মাহফুল হাসান হান্নান, কেন্দ্রীয় কৃষকদলের নেতা মাসুদ রানা, সদর বিএনপি নেতা তাহের মুসুল্লী, তেলিহাটি ইউনিয়ন বিএনপি নেতা আবু জাফর সরকার প্রমুখ।
শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাশিদুল হাসান নয়ন জানান, প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে পুলিশের গুলিতে নিহত ৬ জনের পরিবারের প্রত্যেককে ৫০ হাজার টাকা ও আহত ৬ জনের পরিবারকে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রয়াত শ্রীপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী খান ও প্রয়াত সাধারণ সম্পাদক শহিদুল্লাহ্ শহিদের পরিবারের সদস্যদের খোঁজ নেন। পরে তিনি ধামলই গ্রামে আওয়ামী লীগের আমলে কারাগারে নিহত বিএনপি নেতা হীরা খানের বাসায় যান এবং তার পরিবারের খোঁজখবর নেন ও কবর জিয়ারত করেন।
পরে কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয়ে ৭৫ ব্যাচের আয়োজনে গণ সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. জাহিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক স্কুল শিক্ষক মোছলেম উদ্দিন এবং পরিচালনা করেন পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডাঃ মোফাখখারুর ইসলাম রানা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ন আহ্বায়ক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, ডাঃ মাজহারুল আলম, পীরজাদা এস এম রুহুল আমিন, ডাঃ মোহোম্মোমদ আলী ছিদ্দিকী, শাহজাহান ফকির, আব্দুল মোতালেব, এ বি সিদ্দিকুর রহমান, শেখ ইসহাক আলী, আশরাফ উদ্দিন, মজিবুর রহমান সুলতান, আলমগীর মাহমুদ আলম, বিল্লাল বেপারী, এমদাদ মন্ডল, আতাউর রহমান আতা।
ডাঃ জাহিদ হোসেন বলেন, নেতা হতে হলে জনগনের পাশে দাড়াতে হবে। তাহলেই জনপ্রিয় হওয়া যাবে। তিনি আরও বলেন, সামনে কঠিন দিন আসছে, তাই দলের মাঝে কোন বিশৃঙ্খলা করা যাবে না এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এটি তারেক রহমানের নির্দেশ। তিনি কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয়ের ৭৫ ব্যাচের ছাত্র ছিলেন এবং তাঁর বক্তব্যে শৈশবের স্মৃতি তুলে ধরেন। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সর্বশেষ খবর