
বগুড়ার শাজাহানপুরে অভিযান চালিয়ে পাপিয়া (৫০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত আটটার দিকে শাজাহানপুর থানার এসআই (নিঃ) গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে খোট্টাপাড়া ইউনিয়নের দুরুলিয়া কলেজপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
পুলিশ জানায়, অভিযানের সময় পাপিয়া পালানোর চেষ্টা করলেও তাকে আটক করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে খাটের তোষকের নিচ থেকে ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শাজাহানপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত পাপিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, পাপিয়ার বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা সরবরাহ করে আসছিলেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় জনগণ এই অভিযানে সন্তোষ প্রকাশ করে পুলিশকে ধন্যবাদ জানিয়েছে। তারা বলেন, মাদক ব্যবসায়ী ধরা পড়ায় এলাকার শিশু-কিশোরদের সুরক্ষা নিশ্চিত হবে। শাজাহানপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর