
চলনবিল এলাকায় আগাম বন্যার কারণে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন স্থানীয় কৃষকরা। নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি, সরিষাবাড়ি ও পাড়িল গ্রামের প্রায় ২৫০ জন কৃষক চলতি মৌসুমে ব্রি ধান-২৯ জাতের ধান আবাদ করেছিলেন। কিন্তু সম্প্রতি টানা বৃষ্টি ও আকস্মিক বন্যায় তাদের স্বপ্ন এখন পানির নিচে।
সরেজমিনে দেখা গেছে, জলমগ্ন এলাকাগুলোতে কৃষকরা নৌকা বা ভেলায় করে কিছু ধান বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অনেক কৃষক তাদের উৎপাদিত ফসল ঘরে সংরক্ষণে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, বৃষ্টি ও বন্যার কারণে ধান কাটতে সমস্যা হওয়ায় দ্রুত কম্বাইন হারভেস্টর মেশিন মাঠে নামানো হয়েছে। এর মাধ্যমে ধান কাটা ও মাড়াইয়ের কাজ পুরোদমে চলছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কৃষকদের স্বল্পমেয়াদী ধান চাষের পরামর্শ দেওয়া হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর