
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের দরিদ্র কৃষক আব্দুল আলিমের ছেলে সাব্বির হাসানের বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ করেছেন স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ী দুলাল চৌধুরী। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে উচ্চ মাধ্যমিকের পর সাব্বিরের পড়াশোনা বন্ধ হয়ে যায়। বিদেশ গিয়ে অর্থ উপার্জনের মাধ্যমে পরিবারের হাল ধরতে চাইলেও প্রয়োজনীয় অর্থের অভাবে তা সম্ভব হচ্ছিল না।
আব্দুল আলিমের তিন ছেলে ও এক মেয়ের লেখাপড়ার খরচ জোগানো কঠিন হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে মেঝো ছেলে সাব্বিরকে বিদেশে পাঠানোর সামর্থ্য ছিল না তার। এসময় দুলাল চৌধুরী এগিয়ে এসে সাব্বিরের স্বপ্ন পূরণে সহযোগিতা করেন। গত ১১ জুন দুলাল চৌধুরীর সহায়তায় সাব্বির হাসান জাপানে পাড়ি জমান।
ছেলের বিদেশ যাওয়ায় খুশি সাব্বিরের পরিবার ও এলাকাবাসী। আব্দুল আলিম জানান, জাপানে ছেলেকে পাঠানোর স্বপ্ন পূরণ করতে দুলাল চৌধুরী তাকে সাহায্য করেছেন। তিনি দুলাল চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, দুলাল চৌধুরী সবসময় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ান।
স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল চৌধুরী দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে জড়িত। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে থেকেছেন। দীর্ঘদিন ধরে তিনি জাপানে বসবাস করছেন। জীবনের শেষ সময়টা তিনি নির্বাচনী এলাকা শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী)-তে এসে দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে চান। এছাড়া তিনি এলাকার মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের উন্নয়নে আর্থিক অনুদান প্রদান করছেন এবং দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বহন করছেন। দুলাল চৌধুরী শেরপুর-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর