
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে সদ্য বিদায়ী এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ছাত্রী ওই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে ছাত্রীটি জানায়, ধেরেরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্রীদের প্রতি অনৈতিক আচরণ করে আসছেন। প্রাইভেট পড়ানোর সময় বিভিন্ন অজুহাতে তিনি ছাত্রীদের স্পর্শ করেন, কু-ইঙ্গিতপূর্ণ কথা বলেন এবং শারীরিক সম্পর্কের ইঙ্গিত দেন। তার সাথেও শিক্ষক একই ধরনের আচরণ করেছেন বলে অভিযোগ করে ছাত্রীটি। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ ও মেসেজের স্ক্রিনশট তার কাছে রয়েছে বলে জানায় সে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক তরিকুল ইসলাম ধেরেরা গ্রামের বাসিন্দা। অভিযোগকারী ছাত্রীও একই গ্রামের বাসিন্দা এবং ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিয়ে ওই বিদ্যালয় থেকে বিদায় নিয়েছে। নবম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় তার বিয়ে হয়। অভিযোগপত্রে ছাত্রীটি জানায়, শিক্ষক তরিকুল তাকে প্রাইভেট পড়ানোর সময় নানাভাবে ইঙ্গিত দিতেন এবং দিন-রাতের বিভিন্ন সময় ফোনে কথা বলা ও মেসেজ করতেন। ঈদ-উল আজহার দুই দিন আগে রাতে শিক্ষক তার সাথে ভিডিও কলে কথা বলেন। ওই সময় শিক্ষককে কথা বলাতে সে কৌশল অবলম্বন করে এবং অন্য মোবাইলে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সে অনেকের কাছে পাঠায়।
এদিকে ছাত্রীর সাথে রাতে একান্তভাবে ভিডিও কলে কথা বলা ও কুপ্রস্তাব দেওয়ার বিষয়টি ছড়িয়ে পড়লে শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়দের অনেকে।
অভিযোগের বিষয়ে শিক্ষক তরিকুল ইসলাম জানান, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, ওই ছাত্রী তাকে ফোন দেয় এবং আপত্তিকর কথা বের করার চেষ্টা করে। তিনি আরও বলেন, সম্পূর্ণ ভিডিও প্রকাশ না করে সম্পাদনার মাধ্যমে খন্ডিত ভিডিও প্রচার করা হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল জামান জানান, ২০২১ সালে তিনি ওই বিদ্যালয়ে যোগদানের পর শিক্ষক তরিকুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীকে হেনস্থা করার অভিযোগ শুনেছেন। এবারও বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছেন। তিনি মনে করেন, প্রশাসন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর