
গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে এক কিশোরী কারখানার শ্রমিককে ধর্ষণের অভিযোগে লিটন মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে শ্রীপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক জানান, ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলার প্রেক্ষিতে লিটনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, লিটন ফাস্ট সলিউশন লিমিটেড নামক একটি নিরাপত্তা সংস্থায় কর্মরত ছিল এবং ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথে গার্ডের দায়িত্ব পালন করত। ময়মনসিংহ জেলার পাগলা থানার ডুবাইল গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে লিটন মুলাইদ গ্রামে আতাব উদ্দিনের বাড়িতে ভাড়া থাকত।
মামলার বাদী উল্লেখ করেন, তার ১৪ বছর বয়সী মেয়ে স্থানীয় একটি কারখানায় ৬ হাজার টাকা বেতনে কাজ করত। অভিযুক্ত লিটন বেশি বেতনে তালহা স্পিনিং মিলে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গত ১৫ জুন সকালে তাকে এটিএম বুথে ডেকে নেয়। সেখানে বুথের ভেতরে মেয়েটিকে ধর্ষণ করে।
পুলিশ জানায়, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুরে পাঠানো হয়েছে। মঙ্গলবার লিটনকে আদালতে হাজির করা হবে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর