
গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভায় বৃহস্পতিবার (১৯ জুন) অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। কালীগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভা চত্বরে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক তনিমা আফ্রাদ।
দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে নির্বাচিত ১০ জন দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীর মাঝে ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তনিমা আফ্রাদ বলেন, সমাজের চারপাশে অনেক অসহায় মানুষ আছেন, যারা সামান্য সহযোগিতার অভাবে ভালোভাবে জীবন ধারণ করতে পারেন না। তাই পৌরসভার পক্ষ থেকে ক্ষুদ্র উপহার হিসেবে এই ছাগল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি সমাজের বিত্তবানদের দরিদ্র ও অবহেলিত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া, পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর