
যশোরের শার্শায় স্ত্রীর কিডনি প্রতিস্থাপনে নতুন জীবন ফিরে পেয়েছেন কুদ্দুস আলী বিশ্বাস নামের এক ব্যক্তি। তিনি শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগআঁচড়া এলাকার বিশিষ্ট মাছ ব্যবসায়ী।
দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন কুদ্দুস বিশ্বাস (৫৫)। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে চিকিৎসকেরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। এমন পরিস্থিতিতে তাঁর স্ত্রী মোছাঃ ফারজানা (২৪) স্বামীকে কিডনি দান করার সিদ্ধান্ত নেন।
পরে, তুরস্কে কুদ্দুস বিশ্বাসের কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়।
শুক্রবার বিকেলে কুদ্দুস বিশ্বাস হেলিকপ্টারযোগে বাগআঁচড়া জনতা ইকোপার্ক মাঠে অবতরণ করেন। এসময় এলাকার হাজারো মানুষ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এবং তাঁর সুস্থতা কামনা করে।
এলাকাবাসী জানায়, ফারজানা তার স্বামীর প্রতি ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
যশোর-১ (শার্শা)-এর সাবেক সংসদ সদস্য মোঃ মফিকুল হাসান তৃপ্তি বলেন, "এটি শুধু একটি চিকিৎসার সফলতা নয়, এটি অগাধ ভালোবাসা, নিঃস্বার্থ আত্মত্যাগ ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ফারজানা শুধু একজন স্ত্রী নন, তিনি একজন সাহসী নারী, যিনি জীবনের চেয়ে বড় করে ভালোবাসাকে দেখেছেন।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর