
অন্তর্বর্তী সরকারের কাছে ৮ দফা দাবি জানিয়ে অবিলম্বে তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে জাতীয় সংস্কার জোট। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় জোটের নেতারা এই দাবি জানান।
দাবিগুলো হলো: জুলাই সনদ ঘোষণা, সংস্কার কাজ সম্পন্ন করা, দ্রুত বিচারকার্য সম্পন্ন করা, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা, সংসদ নির্বাচনের তিন মাস পূর্বে অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা, জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা ও নিরাপত্তা প্রদান এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ এবং স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে আগের নিয়ম বাতিল করে সকলের জন্য স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ তৈরি করা।
জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক মেজর আমীন আহমেদ আফসারী (অব.) এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুর রহিমের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনতার দল বাংলাদেশের চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন, নৈতিক সমাজের সভাপতি মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন, জনতার পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ, এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু, জাতীয় সংস্কার জোটের প্রধান সমন্বয়ক প্রফেসর এ আর খান এবং নির্বাহী সমন্বয়ক মোহাম্মদ আব্দুল আহাদ নূর। এছাড়াও জাতীয় সংস্কার জোটের পাঁচটি জোট ও ৩৫টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ ৮ দফা দাবি বাস্তবায়নে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর