
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১০৮ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে পৌরসভা কার্যালয়ে বাজেট ঘোষণা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ব্যারিস্টার সজিব আহমেদ।
পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল কুদ্দুস হাওলাদার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। বাজেটে মোট আয় ধরা হয়েছে ১০৪ কোটি ২১ লাখ ৭৮ হাজার ৪০৮ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১০৪ কোটি ৯ লাখ ৬৫ হাজার টাকা। ৪ কোটি ২৬ লাখ ৮ হাজার ৩৪৮ টাকা উদ্ধৃত্ত দেখানো হয়েছে। বাজেটে প্রকল্প খাতে সর্বাধিক আয় ও ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে।
বাজেট ঘোষণাকালে ব্যারিস্টার সজিব আহমেদ জানান, নতুন করে কর বাড়ানো হবে না, তবে নাগরিক সেবা নিশ্চিত করার দিকে নজর রাখা হয়েছে। পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি রাস্তাঘাট, সড়কবাতি ও অন্যান্য নাগরিক সুবিধা বৃদ্ধিতেও বাজেটের অর্থ ব্যয় করা হবে। পৌরবাসীর সহযোগিতা পেলে প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিকরা এর সুফল ভোগ করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহেদ আক্তার, হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল কুদ্দুস হাওলাদার, নগর পরিকল্পনাবিদ সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, সহকারী প্রকৌশলী তানভীর আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর