
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে। গত পাঁচ দিনে নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় জেলার তীরবর্তী নিম্নাঞ্চলে প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে ২১ সেন্টিমিটার এবং শহর রক্ষা হার্ড পয়েন্টে ২০ সেন্টিমিটার পানি বেড়েছে। এতে জেলার সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলের অনেক গ্রামের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বুধবার সকাল ৬টায় শহর রক্ষা হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি ১০ দশমিক ৪৭ মিটার উচ্চতায় রেকর্ড করা হয়েছে, যা বিপদসীমার ২৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে কাজীপুর মেঘাইঘাট পয়েন্টে পানির উচ্চতা ছিল ১২ দশমিক ২০ মিটার, যা বিপদসীমার ২৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান জানান, যমুনার পানি এখনো বিপদসীমার অনেক নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই বন্যার আশঙ্কা কম। তবে সম্ভাব্য বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর